দরোজাহাসান রোবায়েত 
 
ঘুমের স্নান থেকে দু একটা পাহাড় 
 ফুরোনোর কথা 
 ঘোড়াগুলো রাত ডিঙিয়ে কাচের শব্দ শোনে 
 টিকিটের নেশায় 
 বাড়ি ... 
মেয়েটাকে ডাকছে পিপুল 
 সুইয়ের হাত ধরে যে সুতো আকাশ ভেজালো 
 জানালার শিক থেকে ছিটকে পড়ছে 
 গতকাল 
 রোয়াকে ডিসেম্বর ... 
কাল একবার এসো,
 সেই দরোজার সাথে আলাপ করিয়ে দেবো ... 
  
 
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন