মানুষ-মাটি-মা
সৌমিত্র চক্রবর্তী
আজ এই মূহুর্তে বিজ্ঞপ্তি জারী হল।
জিনস-টপ, সালোয়ার কামিজ
কিম্বা শুধুমাত্র আটপৌড়ে প্রাচীন শাড়ী জড়ানো
লোভনীয় দুপেয়ে জীবরা আর কেউ অবলা
গণ্য হবেন না, সব শুধুই আকর্ষণ।
আদিম রিপুর তাড়নায় যদি কারা বা কেউ
নিজেদের গ্রন্থি উষ্ণতার প্রশমন চায়
কেউ তাতে বাধা দেবেন না,
সভ্যতার রেললাইনে লজ্জার মাথা পেতে দিয়ে
কেউ বলবেন না- ‘আমি ধর্ষিতা’।
আমাদের মাটি ক্রমশই তিক্ত হচ্ছে
ফসল সেখানে দুষ্প্রাপ্য অ্যান্টিক,
মানুষ মানুষ নয়, জ্যান্ত রোবট,
মিডিয়ার বাড়বাড়ন্ত বরদাস্ত হবেনা আর!
পরিবর্তণের এই নিশ্চিন্ত পৃথিবীতে
সব ধরনের ষড়যন্ত্র, সাজানো ঘটনা
প্রতিহত করবে রুগ্ন কোতোয়াল তুমুল আবেগে।
যদি কেউ ঈশ্বরের গায়ে কালি দেন,
যদি লজ্জার মাথা খেয়ে কেউ বলেন
চরম অসম্মানের সেই নিগূঢ় তথ্য-
স্বর্গের অবমাননার চেষ্টার দায় নিয়ে
ঘোরানো হবে তাকে খর লালসার জিভের সামনে
আরও একবার সম্পূর্ণ উলঙ্গ অবস্থায়।
বিজ্ঞপ্তি জারী হল, আজ থেকে অভিধানে
‘মা’ শব্দ যেন বাদ দেওয়া হয়!
অন্ধকারের সন্তানেরা জয়ী হোন এবার,
জারী হলো স্থির অচঞ্চল নিশ্ছিদ্র অন্ধকার…!
মা’ শব্দ যেন বাদ দেওয়া হয়!
উত্তরমুছুনঅন্ধকারের সন্তানেরা জয়ী হোন এবার,
জারী হলো স্থির অচঞ্চল নিশ্ছিদ্র অন্ধকার…!