একটি সনেট
অনীক ত্রিবেদী
সাঁঝবেলায় নক্ষত্রের আত্মপ্রকাশ
অসম্ভবের ঘরে আনে বজ্রের আলো ।
বে আব্রু রক্তিমতায় পূর্ণ হয় রীতি,
তারপর উজানে সব ডুবতে থাকে।
আবহের ইঙ্গিত আসে দুরান্ত থেকে।
শব্দের ধ্বনি নিরন্তর বহমান।
আচমকা সর্বনাশে সব শেষ হয়।
বন ভোর দুর্নাম গোছানোর পর
খুব খারাপ হয়ে উঠি তোমার মনে।
হারার পরেও অপরাজেয় প্রচেষ্টা ।
তোমার সম্ভাব্য আশঙ্কা নাস্যাৎ করে,
বদলে ফেলেছি আগের বোকামি গুলো।
অভিমান ভুলেছি , ব্যর্থতায় কাদিনা।
প্রতিদিনের সার্কাসে বাহবা কুড়োই ।
সাঁঝবেলায় নক্ষত্রের আত্মপ্রকাশ
অসম্ভবের ঘরে আনে বজ্রের আলো ।
বে আব্রু রক্তিমতায় পূর্ণ হয় রীতি,
তারপর উজানে সব ডুবতে থাকে।
আবহের ইঙ্গিত আসে দুরান্ত থেকে।
শব্দের ধ্বনি নিরন্তর বহমান।
আচমকা সর্বনাশে সব শেষ হয়।
বন ভোর দুর্নাম গোছানোর পর
খুব খারাপ হয়ে উঠি তোমার মনে।
হারার পরেও অপরাজেয় প্রচেষ্টা ।
তোমার সম্ভাব্য আশঙ্কা নাস্যাৎ করে,
বদলে ফেলেছি আগের বোকামি গুলো।
অভিমান ভুলেছি , ব্যর্থতায় কাদিনা।
প্রতিদিনের সার্কাসে বাহবা কুড়োই ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন