কবিতা - সুদীপ্তা দত্ত
কর্ণসুদীপ্তা দত্ত
জায়মান হাইড্রোজেনের গন্ধ
লেগেছিল বাবার বুকের
চওড়া অস্তিত্বের মধ্যে...
একটা দীর্ঘ নিঃশ্বাস
কেঁপে-কেঁপে উঠছে
খাপ খোলা তরবারির মতো
তরবারির দিয়ে বারংবার
অস্তিত্ব মাপতে গিয়ে
ধরা পড়ে যাই গতজন্মের
ঘূর্ণস্রোতে ...
অনেক দূর থেকে আর্তনাদ
ভেসে আসে –
বাঁচাও ! বাঁচাও ! ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন