বিহানের স্লাইডিংতন্ময় ধর
 
  
১। 
এবার ব্যঞ্জনের ভূমিকা থেকে 
অন্নস্পর্শ ও বোবা শ্বেতচন্দন 
  
খড়িমাটিতে উদবৃত্ত ঐশ্বরিক গন্ধ 
কিম্বা চা-বিস্কুট 
  
২। 
ধ্রুপদী বুদবুদ এবং বিউটি-বুক 
শ্বাসধ্বনি দিয়ে বোনা 
  
বিপরীতে, ঠিকঠাক 
মেটামরফিক শিলালিপি 
  
৩। 
সংক্রমণের মুখ থেকে 
আরো এক পাখি 
  
আর একটা সাপ হয়ে দুলছে 
তোর আলোর পিরিয়ড 
 
 
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন