চার আঙুলে রুপকথা
সৈকত ঘোষ
অলসতা কখনো কখনো
সময়কে ছুয়ে যায়, প্রায় প্রতিদিন
আমি তুলে আনি কিছু অক্ষর
আঙুলের ডগায় লেপ্টে থাকা
রঙিন আবর্তে
শিলালিপিরা দাম্ভিকতা হারায়
তুমি নিরাকার ঈশ্বর হলে
কাঁচের বয়ামে বন্দী মানুষ খুঁজতাম না
ঘড়ির কাঁটায় যতিচিহ্ন
কখনো কখনো বাধ্যতামূলক...
আমার ইচ্ছেরা রং পাল্টে
ইকোফ্রেন্ডলি খড়- কুটোয় নতুন ঠিকানা বানায়
শয়ে শয়ে তরঙ্গেরা সমুদ্র পার করে
জড়ো হয়
তোমার গর্ভে আর-তো ক’টা মাস
জন্ম হবে নতুন গ্রহের ...
সৈকত ঘোষ
অলসতা কখনো কখনো
সময়কে ছুয়ে যায়, প্রায় প্রতিদিন
আমি তুলে আনি কিছু অক্ষর
আঙুলের ডগায় লেপ্টে থাকা
রঙিন আবর্তে
শিলালিপিরা দাম্ভিকতা হারায়
তুমি নিরাকার ঈশ্বর হলে
কাঁচের বয়ামে বন্দী মানুষ খুঁজতাম না
ঘড়ির কাঁটায় যতিচিহ্ন
কখনো কখনো বাধ্যতামূলক...
আমার ইচ্ছেরা রং পাল্টে
ইকোফ্রেন্ডলি খড়- কুটোয় নতুন ঠিকানা বানায়
শয়ে শয়ে তরঙ্গেরা সমুদ্র পার করে
জড়ো হয়
তোমার গর্ভে আর-তো ক’টা মাস
জন্ম হবে নতুন গ্রহের ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন