ও মেরি জান
শঙ্খশুভ্র দে বিশ্বাস
১.
মন ও শরীর যেমন
একে অপরের বন্ধু হতে পারে না কখনোই
... সেরকম
আমাদের সম্পর্ক !
তোমার ভেতর আমার বীজ পোঁতা আছে
তবু
আমি তোমার ভেতর বেড়ে উঠতে পাচ্ছি না
বরং
তুমি আমার ভেতর
বাড়তে বাড়তে
আমাকেই ছাড়িয়ে যাচ্ছ ক্রমশ...
২.
শরীর ছাড়িয়ে মন
কত অন্য শরীরের অন্দরমহল ঘুরে আসে
তাও তার নিজের শরীর তাকে আশ্রয় দেয়
যেরকম তোমার প্রশ্রয়
আমার মজবুত আশ্রয় !
শঙ্খশুভ্র দে বিশ্বাস
১.
মন ও শরীর যেমন
একে অপরের বন্ধু হতে পারে না কখনোই
... সেরকম
আমাদের সম্পর্ক !
তোমার ভেতর আমার বীজ পোঁতা আছে
তবু
আমি তোমার ভেতর বেড়ে উঠতে পাচ্ছি না
বরং
তুমি আমার ভেতর
বাড়তে বাড়তে
আমাকেই ছাড়িয়ে যাচ্ছ ক্রমশ...
২.
শরীর ছাড়িয়ে মন
কত অন্য শরীরের অন্দরমহল ঘুরে আসে
তাও তার নিজের শরীর তাকে আশ্রয় দেয়
যেরকম তোমার প্রশ্রয়
আমার মজবুত আশ্রয় !
ei lekhata duto part e valo laglo
উত্তরমুছুন