সহজিয়া
জুবিন ঘোষ
সহজ করে বলার চেয়ে সহজ কিছু নাই
সহজ করে বলার মতো সহজ হওয়া চাই
সহজ করে বলব কী ভাই সহজ কেউ নয়
কী এসে যায় তাতে তোমার সহজ অকুতভয়
সহজ ছিল ছেলেবেলা সহজ ছিল গ্রাম
সহজ ছিল আকাশবাতাস বাংলা নদীর নাম
সহজ হবে ভিতরবাহির সহজ পথ ধরে
জটিল ধুলো উড়িয়ে ছুটি সহজ সাদা ভোরে
হলোই-বা কিছু সহজ ভুল সহজ মনে তার
সহজ করে স্বীকার করতে সাহস দরকার
সহজ করে বলার চেয়ে সহজ কিছু নাই
সহজ করে বলার মতো সহজ হওয়া চাই
জুবিন ঘোষ
সহজ করে বলার চেয়ে সহজ কিছু নাই
সহজ করে বলার মতো সহজ হওয়া চাই
সহজ করে বলব কী ভাই সহজ কেউ নয়
কী এসে যায় তাতে তোমার সহজ অকুতভয়
সহজ ছিল ছেলেবেলা সহজ ছিল গ্রাম
সহজ ছিল আকাশবাতাস বাংলা নদীর নাম
সহজ হবে ভিতরবাহির সহজ পথ ধরে
জটিল ধুলো উড়িয়ে ছুটি সহজ সাদা ভোরে
হলোই-বা কিছু সহজ ভুল সহজ মনে তার
সহজ করে স্বীকার করতে সাহস দরকার
সহজ করে বলার চেয়ে সহজ কিছু নাই
সহজ করে বলার মতো সহজ হওয়া চাই
tomar kabita aro valo haoya uchit.kam bayas.janpriya habar theke sei kabita lekhar chesta karo ja age lekha hoi ni.
উত্তরমুছুনbah ! Jubiner sohojpath ! Sadhu ! sadhu !
উত্তরমুছুনei kabitata kintu parikha nirikha thakleu jamlo na jubin , kharap peyo na , tomar kache pratyashata je anek beshi
উত্তরমুছুনkobita likhbo keno?? onubhob prokash korar jonno ja hoyto chironton naki ja kokhono aage lekha hoyni emon bhebe osombhob !!!
উত্তরমুছুনSOHOJ KORE BOLAR MODHYE KOTHIN KICHU...
উত্তরমুছুন