বৃহস্পতিবার, ২ মে, ২০১৩

কবিতা - মিহির নন্দন

মিহির নন্দন –এর দুটি কবিতা

এখন তুমি


চোখ খুলতেই শিউলি ঝরা সকাল
সারাটা রাত শব্দ বুনতে শেষ
তুমি এখন আকাশ ভরা রোদ
চোখ তখন আলমোড়া শিশির

চোখ খুলতেই অন্ধকার সাদা
নতুন শব্দ তাড়া দিচ্ছে নিবে
সকাল স্নানে দ্যা ভিঞ্চি কোথায়
তুমি এখন বারান্দা জুড়ে রোদ


অপরাজিতা মেঘ


ভালো আছিস
তুই আকাশে অপরাজিতা মেঘ
কার বন্ধু বলতে পারিস তুই ।

বরুণ বাতাস সঙ্গে নিয়ে
ইচ্ছে করে তোর সঙ্গে
চাঁদের কাছে শুই ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন