বৃহস্পতিবার, ২ মে, ২০১৩

কবিতা - দেবাদৃতা বসু

দেবাদৃতা বসুর কবিতা


নীরব ইমারৎ নিয়ে
কাছে, কোনো কোনো আলো নেই মাঠ
ঘাম ও স্নায়বিক মদ হয়ে
যতদূর কার্যকর এবং তার মোহাবিষ্ট সফরনামা ।
হৈ চৈ গড়িয়ে পড়া সাবধানে স্নান হোল । অস্ফুটে ক্রমশ চাঁদ
ট্রেন ধরার বাধ্যতামূলক দৌড় ঝাঁপ
এমনকি স্বর শুষ্ক টেলিফোনে ।
যা সমস্তই অনুবাদযোগ্য ।

1 টি মন্তব্য: