কবিতা - সৌরভ ভট্টাচার্য্য
মাধ্যাকর্ষণ
সৌরভ ভট্টাচার্য্য 
  
অন্ধরারের পর হাওয়াগুলো  ক্ষুধার্থ, 
আস্তে আস্তে পুরোটাই তলিয়ে যাবে...
                                                      পাঁকজল... 
নগ্ন পোস্টার ঘিরে মাধ্যাকর্ষণ অনেক বেশি, 
প্রায় প্রতিটা আড়চোখই অশ্লীল...! 
  
তুই চাইলেও রাতের চেয়ে সাদা হতে পারবি না । 
ঠিক পর্দার আড়াল থেকে পাঁচটা আঙ্গুল বেড়িয়ে আসবে 
  
গোলাপের চেয়ে ক্যাকটাস ভালো...! 
 
 
 
 
 
 
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন