বুধবার, ১৫ মে, ২০১৩

কবিতা - যশোধরা রায়চৌধুরী

ভাই
যশোধরা রায়চৌধুরী



হে বঙ্গললনা, ভুলিও না
সস্তার সিনথেটিক শার্ট পরা, কোমরে লুঙ্গি কষিয়া বাঁধা,
আধপেটা খাওয়া ভারতবাসী তোমার ভাই
দুবছরে টাকা ডবলের স্বপ্নে মশগুল হইয়া সর্বস্বান্ত ভারতবাসী তোমার ভাই
কীটনাশক খাইয়া আত্মহত্যা করা ভারতবাসী তোমার ভাই
ফেভিকল শুঁকিয়া নেশা করা ভারতবাসী তোমার ভাই
আগের দিনের মত নরক, নারী এক করিয়া না দেখিয়া, টাকা, মেয়েছেলে ও সুরাকে
এক করিয়া দেখা ভারতবাসী তোমার ভাই
গ্রামে গঞ্জে শহরতলিতে অবিশ্রান্ত খাটিয়া খাওয়া একাকী পুরুষ তোমার ভাই
ক্ষতবিক্ষত জীবনে মোবাইল ফোনে পর্নোগ্রাফি দেখা ভারতবাসী তোমার ভাই

যতক্ষণ না সে তোমার রেপিস্ট হইয়া উঠে, ততক্ষণ সে তোমার ভাই ভাই ভাই...

২টি মন্তব্য: