ক্ষমা ঘেন্না করে দাও...
অরুণাচল দত্ত চৌধুরী
তোমাকে যে ডেকেছিল, সে তো অন্যলোক
যাকগে যাক, ভাগ্যে থাকলে প্রসন্ন হোক
তার দিনকাল। দয়াময়ী বলোতো এবার
আমি কোনও দোষ করিনি। আপশোষ নেবার
জন্য আমি ডাক পাব কেন? কেন অতর্কিতে,
সাধ্য নেই, তবু বাধ্য যেতে হবে জ্যাকপট জিতে?
হলে ঝাড়পিট বই......অখাদ্য ভিলেন......
তার সাথে দয়াময়ী, কালরাত্রে কোথায় ছিলেন,
ভুল করেও জানিনি তো! তবু ভীত ঠান্ডা কুয়াশায়...
গুপ্তচরেরা এসে জেরা করে কি আনন্দ পায়!
তোমাকে দেখেছে যারা, তারা অন্যলোক...
দৃষ্টির প্রসাদে ... স্বাদে তারা ধন্য হোক!
আমি তো প্রবল অন্ধ, তুমি জানো বন্ধ ঘরে থাকি।
সেই আমাকেই ফেলে, আলো জ্বেলে, এ কোন মাজাকি!
এই দেখ হৃৎপিন্ডত ... মজ্জা দেখ... চূর্ণিত মগজ।
দেখ আর মাপো হাড়, ফিতে নিয়ে ক'ফুট ক'গজ!
রক্তে দেখ লোহা কম, অস্থিতে ক্যালসিয়ামও নেই...
চ্যাম্পিয়নস মিটএ কেন যেতে হবে তবু আমাকেই?
কিছুই চাইনা আর, ভালবাসা...স্নেহ...প্রেম...প্রীতি...
ক্ষমা ঘেন্না করে দাও। শুদ্ধ বললে চাইছি নিষ্কৃতি...
অরুণাচল দত্ত চৌধুরী
তোমাকে যে ডেকেছিল, সে তো অন্যলোক
যাকগে যাক, ভাগ্যে থাকলে প্রসন্ন হোক
তার দিনকাল। দয়াময়ী বলোতো এবার
আমি কোনও দোষ করিনি। আপশোষ নেবার
জন্য আমি ডাক পাব কেন? কেন অতর্কিতে,
সাধ্য নেই, তবু বাধ্য যেতে হবে জ্যাকপট জিতে?
হলে ঝাড়পিট বই......অখাদ্য ভিলেন......
তার সাথে দয়াময়ী, কালরাত্রে কোথায় ছিলেন,
ভুল করেও জানিনি তো! তবু ভীত ঠান্ডা কুয়াশায়...
গুপ্তচরেরা এসে জেরা করে কি আনন্দ পায়!
তোমাকে দেখেছে যারা, তারা অন্যলোক...
দৃষ্টির প্রসাদে ... স্বাদে তারা ধন্য হোক!
আমি তো প্রবল অন্ধ, তুমি জানো বন্ধ ঘরে থাকি।
সেই আমাকেই ফেলে, আলো জ্বেলে, এ কোন মাজাকি!
এই দেখ হৃৎপিন্ডত ... মজ্জা দেখ... চূর্ণিত মগজ।
দেখ আর মাপো হাড়, ফিতে নিয়ে ক'ফুট ক'গজ!
রক্তে দেখ লোহা কম, অস্থিতে ক্যালসিয়ামও নেই...
চ্যাম্পিয়নস মিটএ কেন যেতে হবে তবু আমাকেই?
কিছুই চাইনা আর, ভালবাসা...স্নেহ...প্রেম...প্রীতি...
ক্ষমা ঘেন্না করে দাও। শুদ্ধ বললে চাইছি নিষ্কৃতি...
এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনঅসামান্য শব্দটিও ক্লিশে হয়ে যায় এমন লেখা পড়লে । অরুনাচল'দা আমার মতে এই মুহূর্তের অন্যতম সেরা কবিদের একজন । যে অনায়াস দক্ষতায় তিনি বুনে দিয়েছেন শব্দের বীজ তা অনন্য । কুর্নিশ কবি ।
উত্তরমুছুনjomjomati byapar.swotosfurto-o. swad gondho bornomoy. sobcheye bhalo laga.. oi kkhoma ghenna shobdobondho.. amader bangal der poribare bar bar uccharito, ekhon durlobh. eta emon ekta meaning convey kore ja onyo kono shobde noy.
উত্তরমুছুনঅসাধারণ !
উত্তরমুছুনখুব ভালো লাগলো আবার...
উত্তরমুছুন