শুক্রবার, ৩১ মে, ২০১৩

কবিতা - মধুসূদন রায়

পাখিজন্মের যাপনচিত্র
মধুসূদন রায়



স্পষ্ট দেখতে পাচ্ছি তোমায়
তোমায় ঘিরে স্বপ্নের জাল ছটফট করে
সৃষ্টি হয় নতুন একটা সিন্ধু সভ্যতা

#

ক্রমশ নীল সুরে জড়িয়ে পড়ছি
ঘুমভাঙা অন্তঃস্বত্বা ফিঙে পাখি
রাজ্যপাট বানাতে চায় আমার উপর

#

শহরে নতুন নীরা জন্ম মঙ্গল শাঁখে তাকে বরণ করার পালা
কর্পোরেট জীবন মুক্তি খোঁজে

#

বারো উঠোন ঘুরে এসে অমরত্ব পরীক্ষা করার পরিসর হাস্যকর
অযথা মৈথুনে মৈথুনে শেষ করছ আমায়

#

শরীর পোড়ার গন্ধ পেয়ে উঠে দাঁড়াই
অসংখ্য 'দামিনী' পোড়ার গন্ধ
মাথায় ঘনিয়ে আসে গোপনজবানবন্দী

#

কেউ বুঝল না হাইপারবোলা জীবনের কার্ফিউ জারি করা তুচ্ছ মোহ
তবুও প্রেগন্যান্ট কবিতার উশৃঙ্খলা

#

সারাটা রাত সুরহীন গীটারের তালে
অযথা নিজেকে নির্বাসন
এবার মুখোশ খোলার পালা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন