বৃহস্পতিবার, ২ মে, ২০১৩

কবিতা - সূরজ দাশ

বুকভারী যোগ-বিয়োগ
সূরজ দাশ


যাতায়াতের পথে বহুবার ভেবেছি
উঠোনে দাঁড়াবো তোর

নদীর দুহাত তুলে
তোর জন্য রেখে আসবো
অগাধ গানবাজনা আর পানকৌড়ি নেশা

তারপর অনেক অনেক সহভাগী ধুকপুক
মাথার ওপর দিয়ে
উড়ে গেল বেসামাল শালিখ-সন্ধ্যায়

রোদের কিনার ধরে এগোতে এগোতে
ধৈর্যের ডালপালা সেও গুটিয়ে নিচ্ছে অতীত

বুকের বোতামে সেঁটে থাকা বুকভারী যোগ-বিয়োগ
এখনও নিপাতনে সিদ্ধ হতে
তান্ত্রিক হতে চায়
ভাঙা সাইনবোর্ডের নিচে ওই তো
ওই তীর চিহ্নটা তোর দিকেই তাক করা এখনও 


1 টি মন্তব্য: