রবিবার, ২১ জুলাই, ২০১৩

কবিতা - রুদ্রশংকর

মধ্য তিরিশের প্রেম
রুদ্রশংকর


চোখের পলকে অতিথি নতুন প্রেম
মধ্য তিরিশে আর একটা মেলামেশা
মাতাল হাতের তালুতে শীতের ঘুম
মেয়েটির মুখে মরা জ্যোৎস্নার নেশা

নেশায় নেশায় চুম্বন গাঢ় হয়
রতিতীর্থের সফলতা বুকে ঝোলে
মানুষ মাফিক আমাদের জ্ঞানোদয়
কাতর গোলাম তখনও কি মাথা তোলে !

মাথা তুলতেই সহজতা ভেঙে যায়
সহজ উপায়ে তোমাকে কবুল করি
তোমার সওয়াবে স্যাঁতসেঁতে ভাল থাকা
গোপনে আমি মুখোমুখি ঢুকে পড়ি

চোখের পলকে অতিথি নতুন প্রেম
সঙ্গী-সাথীরা হাড়মাস গিলে খেল
যতটা আমার, ততোটা তোমার নয়...
আমিও গেলাম, আগুনও সঙ্গে গেল !

২টি মন্তব্য: