কবিতা - সুমনা গড়াই 
আপেক্ষিক 
 সুমনা গড়াই  
 
 যে অতীত মুখ দেখে চাপা পড়ে গেল বরফে
 যে উক্তি আজও যুক্তিহীন তোমার তরফে 
 রক্ষিত থাক যত্নে অন্য কোনোখানে  
 যে কথা বোঝেনি কেউ 
 তার অন্যকিছু মানে 
 তবু দোষ না করে পাগল পেয়েছে সাজা !
 পকেটভর্তি আঁচল সিকি বলে 
আমি রাজা, আমি মহারাজা 
 
 
 
 
 
 
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন