অবয়ব ও শূন্যতা বিষয়ক
সৈকত ঘোষ
সোনালি রং এর শব্দদের বিশ্বাস করতে নেই
নৌকার হাল ধরে যে মরদ
তার কাঁধে তুমি জঙ্গলের গন্ধ পাবে
নেশা লাগতে পারে
শরীরের পাপড়ি সরিয়ে দিলে তুমি ঈশ্বর
তবে এই খেলা নৈমিত্তিক নয়
ডুবসাঁতারে ঝিনুক পেতে পার
বুকে লুকিয়ে থাকা আশ্রয়ের মত
যে মুক্তো তুমি তুললে
তা হয়ত রোদ্দুর ...
প্রতিচ্ছবি খুজতে নেমে একচোখ বন্ধ করে
আমি নিজেকেই দেখি
বহুক্ষণ নিরুত্তর থাকলে
শুন্যতাবোধ ছুটে যায়
তোমার চোখে প্রেম নেই , দংশন নেই
শুধু কয়েকটা অস্পষ্ট অবয়ব
সৈকত ঘোষ
সোনালি রং এর শব্দদের বিশ্বাস করতে নেই
নৌকার হাল ধরে যে মরদ
তার কাঁধে তুমি জঙ্গলের গন্ধ পাবে
নেশা লাগতে পারে
শরীরের পাপড়ি সরিয়ে দিলে তুমি ঈশ্বর
তবে এই খেলা নৈমিত্তিক নয়
ডুবসাঁতারে ঝিনুক পেতে পার
বুকে লুকিয়ে থাকা আশ্রয়ের মত
যে মুক্তো তুমি তুললে
তা হয়ত রোদ্দুর ...
প্রতিচ্ছবি খুজতে নেমে একচোখ বন্ধ করে
আমি নিজেকেই দেখি
বহুক্ষণ নিরুত্তর থাকলে
শুন্যতাবোধ ছুটে যায়
তোমার চোখে প্রেম নেই , দংশন নেই
শুধু কয়েকটা অস্পষ্ট অবয়ব
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন