দুটি কবিতা
সৈকত ঘোষ
অন্য বিকেল
জামার বোতামে অনেক ধরনের
কাহিনী লেগে থাকে
আকাশ কে ছোয়ার ইচ্ছে
অথবা মৃত দাম্পত্য চুইয়ে চুইয়ে পরে
#
আমার চশমার কাঁচে
এ এক অন্য বিকেলবেলা
নদী ও নারী
ভালবাসা মানে এক আউন্স শূন্যতা
আর অনেকটা রোদ্দুরের গান
বার বার আয়নায় নিজেকে দেখলে
কে যেন ডাকনামে ডাকে
পাশফিরে শুলে আমার বালিশে চাদরে
নিশব্দ নদী শরীরের উত্তাপ ছেঁকে
কখন রাত্রিভাষা খুঁজে নেয়
#
আসলে শব্দেরা এরকম
প্রায় প্রতিদিন এক একটা নতুন
ফ্রেম বন্দী আকাশ
স্পর্শবিজ্ঞানের সুত্র আনুযায়ী
সাড়ে উনচল্লিশ ডিগ্রী অক্ষাংশে
প্রতিবিম্ব কখনো নদী কখনো নারী হয়ে যায় ...
সৈকত ঘোষ
অন্য বিকেল
জামার বোতামে অনেক ধরনের
কাহিনী লেগে থাকে
আকাশ কে ছোয়ার ইচ্ছে
অথবা মৃত দাম্পত্য চুইয়ে চুইয়ে পরে
#
আমার চশমার কাঁচে
এ এক অন্য বিকেলবেলা
নদী ও নারী
ভালবাসা মানে এক আউন্স শূন্যতা
আর অনেকটা রোদ্দুরের গান
বার বার আয়নায় নিজেকে দেখলে
কে যেন ডাকনামে ডাকে
পাশফিরে শুলে আমার বালিশে চাদরে
নিশব্দ নদী শরীরের উত্তাপ ছেঁকে
কখন রাত্রিভাষা খুঁজে নেয়
#
আসলে শব্দেরা এরকম
প্রায় প্রতিদিন এক একটা নতুন
ফ্রেম বন্দী আকাশ
স্পর্শবিজ্ঞানের সুত্র আনুযায়ী
সাড়ে উনচল্লিশ ডিগ্রী অক্ষাংশে
প্রতিবিম্ব কখনো নদী কখনো নারী হয়ে যায় ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন