রবিবার, ২১ জুলাই, ২০১৩

কবিতা - টুম্পা মণ্ডল

নদী নামের নদী
টুম্পা মণ্ডল


দুটো নদী মেশা ঘোলা জলে
অচেনা ডানারা বেঞ্চের কিনারা ছুঁয়ে
ফিরে যায় নিভু আঁচে । পাক খাওয়া স্রোত ওড়ে,
স্তম্ভে স্তম্ভে কমলার স্বাদ আর দিনশেষে
জেটি গায়ে স্টিমারের ধোঁয়া স্থবির হয়
বোবা আকাশে --
#
এভাবেই এককুচি তুমি আর এককুচি আমি
কোলঘেঁষে মুখোমুখি বসি ।
#
দীর্ঘকাল নদী বয়ে চলে একা ।
#
আমাদের অবস্থান এপারে-না-ওপারে এই ভেবে
অস্থির ব্রিজ ও ফারাক আওড়ায় ....
দুটো নদী মিলে গিয়ে পরও দুটো নদী থাকে ?
#
নিশব্দে বয়ে যাচ্ছে মানুষের জোড়া-জোড়া গোড়ালির ছাপ ,
শ্বাস বায়ু , সাঁঝবেলা , জুবুথুবু মেঘে গলে যাওয়া স্বর ....
আমাদের দূরত্ব নিশ্বাসে ।
#
ঠিক তখনই পরদের বাষ্পে গঙ্গোত্রী ভাঙে
আরেক নতুন নামের নদী ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন