রবিবার, ২১ জুলাই, ২০১৩

কবিতা - সতীনাথ মাইতি

নীল-কবচ
সতীনাথ মাইতি



নীলার কবলে কবলে
নেচে ওঠে ফের আংটি
ছুঁয়ে ছুঁয়ে ফেলে ভাগ্যর
মন-লিপি বরদাস্তে
#
রেখা সয়ে সয়ে ক্ষান্ত
ঠাঁই চায়, কর-বন্দী-
কেন, সযত্নে নীল হয়ে যায়!
সহচর এক মন্দির।
#
কার সাধে তুমি ছিলে ভাল
এসব জানি ফালতু
দিন রাতে সেই খুলবেই
ভেজা-কথা তুমি জানতে।
#
রক্তের ভিতরে চূর্ণী
কেন স্নেহাশিস আপামর
এ-জীবন শুধু সাথে গায়
শেষ রূপরেখা, মন্তর...।
#
শেষ আভা নামে জন্মে
আর কতদূরে যক্ষ –
শুধু বেঁচে থাকে বাঙ্ময়
শুধু লেখা থাকে ব্যাখ্যান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন