মনসুর আজিজ
সময়ের ধারালো সুচ
সময় ধারালো সুচ বিদ্ধ করে ইতিহাস গড়ে
অর্ধেক রক্তফোঁটা বাকিটুকু প্রাসাদের নারী
বর্শার চেয়েও তীক্ষ্ণ প্রেম ভরা টুংটাং হাসি
হৃদয়ে লুকানো বর্শা খঞ্জরও কটিতে দুধারি
যুগল স্তনের ভাঁজে কালসাপ দেখতে না পারি।
মাতাল দৃষ্টিরা খোঁজে গোলগাল পাকা আতাফল
শারাব পেয়ালা রেখে কামসুখে দুহাত বাড়ায়
নূপুরের তালে নারী ঢেলে দেয় অজানা শীতল
নারীর লোলুপ ঠোঁটে রাজ্যপাঠ অকালে হারায়
জীয়ল যৌবনে তৃপ্ত, খুনিহাত ঘুরিয়ে নাড়ায়।
খন্ডিত দেহের মতো রাজ্যপাট চকিদারও পায়
খাকির বদলে গায়ে জরিদার রাজার পোশাক
ঘুঙুর জড়ানো পায়ে, হীরের মুকুট চমকায়
ইতিহাস রচয়িতা চারপাশে আসে ঝাঁক ঝাঁক
পিদিমের আয়ু শেষ, ইতিহাসে ভরে গেলো তাক।
কলম ধারালো সুই, ইতিহাস লিখে চলে তাই
হীরের আঁচড়ে কাটে নারীর দৃষ্টির ফলা রোজ
আতুর ঘরের কাঁথা সেলাই’র কথা জানে মা’ই।
সময়ের ধারালো সুচ
সময় ধারালো সুচ বিদ্ধ করে ইতিহাস গড়ে
অর্ধেক রক্তফোঁটা বাকিটুকু প্রাসাদের নারী
বর্শার চেয়েও তীক্ষ্ণ প্রেম ভরা টুংটাং হাসি
হৃদয়ে লুকানো বর্শা খঞ্জরও কটিতে দুধারি
যুগল স্তনের ভাঁজে কালসাপ দেখতে না পারি।
মাতাল দৃষ্টিরা খোঁজে গোলগাল পাকা আতাফল
শারাব পেয়ালা রেখে কামসুখে দুহাত বাড়ায়
নূপুরের তালে নারী ঢেলে দেয় অজানা শীতল
নারীর লোলুপ ঠোঁটে রাজ্যপাঠ অকালে হারায়
জীয়ল যৌবনে তৃপ্ত, খুনিহাত ঘুরিয়ে নাড়ায়।
খন্ডিত দেহের মতো রাজ্যপাট চকিদারও পায়
খাকির বদলে গায়ে জরিদার রাজার পোশাক
ঘুঙুর জড়ানো পায়ে, হীরের মুকুট চমকায়
ইতিহাস রচয়িতা চারপাশে আসে ঝাঁক ঝাঁক
পিদিমের আয়ু শেষ, ইতিহাসে ভরে গেলো তাক।
কলম ধারালো সুই, ইতিহাস লিখে চলে তাই
হীরের আঁচড়ে কাটে নারীর দৃষ্টির ফলা রোজ
আতুর ঘরের কাঁথা সেলাই’র কথা জানে মা’ই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন