ময়লা ফরহাদ খান চৌধুরী
প্রতিদিন সকালে একজন কলিং বেলে চাপ দেয়
‘ময়লা’... বলে ভয়ঙ্কর একটা উচ্চারণ করে!
আমিই ঝুড়িটা দরজার বাইরে এগিয়ে দিই।
একদিন যদি ময়লা নিতে না আসে
নাকে কাপড় দিয়ে কাজ করতে হয়
নয়ত নিজহাতে ময়লাগুলো সৎকার করতে হয়।
বায়ান্ন
ঊনসত্তর
একাত্তর
নব্বই হয়ে
দু’হাজার তেরো পযর্ন্ত
কম ময়লা জমে নি কলে ও কব্জায়!
বিয়াল্লিশ বছরের আবর্জনা খুব কম নয়।
স্বাধীনতার পর অস্ত্র জমা দেয়ার কথা মনে আছে?
ঐ যে! কলিং বেল টিপল, ময়লা নেবে বোধ হয়!
মন ও মগজের ময়লাসহ
যেখানে যতটুকু আছে ফেলে দেয়ার এই তো সুযোগ!
প্রতিদিন সকালে একজন কলিং বেলে চাপ দেয়
‘ময়লা’... বলে ভয়ঙ্কর একটা উচ্চারণ করে!
আমিই ঝুড়িটা দরজার বাইরে এগিয়ে দিই।
একদিন যদি ময়লা নিতে না আসে
নাকে কাপড় দিয়ে কাজ করতে হয়
নয়ত নিজহাতে ময়লাগুলো সৎকার করতে হয়।
বায়ান্ন
ঊনসত্তর
একাত্তর
নব্বই হয়ে
দু’হাজার তেরো পযর্ন্ত
কম ময়লা জমে নি কলে ও কব্জায়!
বিয়াল্লিশ বছরের আবর্জনা খুব কম নয়।
স্বাধীনতার পর অস্ত্র জমা দেয়ার কথা মনে আছে?
ঐ যে! কলিং বেল টিপল, ময়লা নেবে বোধ হয়!
মন ও মগজের ময়লাসহ
যেখানে যতটুকু আছে ফেলে দেয়ার এই তো সুযোগ!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন