এই সমতলে
অনিরুদ্ধ সাগর
আরোপিত নয়, রোপিত জমিনে ফসলের আলোড়ণ
আলোর আলয়ে পোয়াতি বধুয়া সুলোলিত মধুবন
মহাকাল তুমি দিওনা আমায় এখনি যাবার তাড়া
আমাকে ভেঙে আরো এক আমি রয়েছে- দরজায় দাড়া
শুনো হে দুনিয়া, বিশ্ববাসী; চোতা কর ফের আপডেট
তৃতীয় বিশ্বে মাথাপিছু ঋণ, হবে- আরো একবার আপগ্রেড !
অনিরুদ্ধ সাগর
আরোপিত নয়, রোপিত জমিনে ফসলের আলোড়ণ
আলোর আলয়ে পোয়াতি বধুয়া সুলোলিত মধুবন
মহাকাল তুমি দিওনা আমায় এখনি যাবার তাড়া
আমাকে ভেঙে আরো এক আমি রয়েছে- দরজায় দাড়া
শুনো হে দুনিয়া, বিশ্ববাসী; চোতা কর ফের আপডেট
তৃতীয় বিশ্বে মাথাপিছু ঋণ, হবে- আরো একবার আপগ্রেড !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন