শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৩

কবিতা - জুবিন ঘোষ

শববাহক
জুবিন ঘোষ


প্রিয় শববাহক, তোমার পায়ের ডিমে ব্যথা হয়নি তো !
কাঁধের হাড়ে ? অনেক করেছ আজ
এইবার ফিরে যাও, বউটি অপেক্ষা করে আছে
গেটে লাগিয়ে রেখেছে সে মাধবীলতার গাছ
#
মন্থর পায়ে নদী ডিঙ্গিয়ে চলেন ওরা
কোমরে গামছা, ছিন্ন তালু, কাঁধ ভেঙে গেছে ভারে
এ-নদী পেরোতেই হবে সূর্যাস্থে, হাতে মাত্র একটা রাত্রি
#
কুয়াশায় মৃতদের মধ্যে দলছুট হয়ে
শেষ ফেরীটা ফিরে গেছে একটু আগে
আগুনের রহস্য ভুলে বাউণ্ডুলে ছাই
পৃথিবী বলে, -- উড়ে যাও ভাই, উড়ে যাও ভাই
#
সন্তরণ প্রণালী ভুলে ভাসিয়ে দিয়েছ শব
কেউ জানত না তার জন্মরহস্য, তখনও আদমশুমারি হয়নি পৃথিবীর
তাকে আদর করে মুখে ঢালো দু'ফোঁটা জল
#
মাঙ্গলিক প্রার্থনায় সদ্যজাত শ্মশানযাত্রী
ওঁ শান্তি ওঁ শান্তি
হে মাংস হে অস্থি

২টি মন্তব্য: