শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৩

কবিতা - বারীন ঘোষাল

একাবাস
বারীন ঘোষাল



একা বাস করে
তার কংক্রিট ছায়ার কং
                                                       কিচ কিচ ক্রিটের আলো
বারে বারে সারাই মিস্তিরি আসে
সে টুকরোয় গণপিটুনির ভাবে পলেস্তারা সাজিয়ে বিট্টুখেলার কথা

পায়ের ছাপ মোছার খেলা তাই
                               -- -- -- জন্য যতটা মুভির স্মৃতি দরকার
যতটা বিছানা
যেন প্রতিবেশী নেই
                              ঝাঁ গিজগিজে উরুস্তান

ফুটো ছপ্পর তো মজনু লে
মিঠা পিনহোলেরা
                                               মিঠি বারিশ
                       ঝিলিকমালা আর বজ্রের ঠোঁটে
একাবাস ফোটে



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন