মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৩

কবিতা - এমদাদুল আনোয়ার

কবি কেন যায়
এমদাদুল আনোয়ার


যারা কবি হয়ে যায়, কেন যায়?
অনুরোধ, যেন থেকে যায়
রূপালী জ্যোছনাকে একদিন পিছনে ফেলে
হৃদয়ের পৃথিবীকে কলা দেখিয়ে
তারা যায় আকাশের কোণে
যেখানে সূর্যের জানাশোনা বিধাতার খাঁচা আছে পাতা

যারা যায়
তারা কেন কবি হয়ে যায়
এত পদ রাষ্ট্রমূলকে
কারাপাল তোতা পাখি
রাজার কোটাল
গেলে যেন এসবের কিছু হয়ে যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন