মানচিত্র এঁকে দেই ঠোঁটে
হাবিবুল্লাহ রাসেল
আগুন সাঁজতো পুড়ে যাবে
প্লাবন তুলতো ভেসে যাবে।
যে পোড়ায় সেও পুড়ে যায়
যে ভাসায় সেও ভেসে যায়...
বরং ভুলেই যাও দ্বিধার প্রজনন
শরীর নজরে রেখ
কণ্ঠ স্বরের স্বাস্থ্য বাড়িও না আর।
বরং ময়ূর পেখমে নাচ - লাজলাল...
বরং কাছে এসো
মানচিত্র এঁকে দেই ঠোঁটে।
হাবিবুল্লাহ রাসেল
আগুন সাঁজতো পুড়ে যাবে
প্লাবন তুলতো ভেসে যাবে।
যে পোড়ায় সেও পুড়ে যায়
যে ভাসায় সেও ভেসে যায়...
বরং ভুলেই যাও দ্বিধার প্রজনন
শরীর নজরে রেখ
কণ্ঠ স্বরের স্বাস্থ্য বাড়িও না আর।
বরং ময়ূর পেখমে নাচ - লাজলাল...
বরং কাছে এসো
মানচিত্র এঁকে দেই ঠোঁটে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন