শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৩

কবিতা - তুষ্টি ভট্টাচার্য

দধীচির হাড়
তুষ্টি ভট্টাচার্য



দধীচি দেখে নি হাড়ের নাচ
খুলিতে করেনি সে বিষপান
দধীচি মরেছে হাড়ের গুঁতোয়
জানে নি কখনও হাড়ের নাম

টিবিয়া ফিবুলা ফিমার - ব্যাস
আগেভাগে ছোটে , দেখেনি ও
দধীচির ছিল চোখের রোগ

হাড়ে হাড়ে ঘষে আগুন লাগে
জেনেছে কে –
কোন মহাজন



ভেজা জামাকাপড়


ছাদের দড়িতে মেলা ভেজা জামাকাপড়ের সাথে
লুকোচুরি খেলছে রোদ আর মেঘবৃষ্টি

রোদ একা একাই ঘুরছে ফিরছে
মেঘবৃষ্টির জুটি এসময়ে প্রায়ই হারিয়ে দিচ্ছে ওকে

ভেজা জামাকাপড় ক্লিপে আঁটা পড়ে আছে
শুখনো হওয়ার অপেক্ষায়

মেঘ সাথী আছে , তবু বৃষ্টির কি অসুখ ? এত কাঁদছে !

রোদ লুকিয়ে পড়ছে ক্রমশ এক গলা জলে
ভেজা জামাকাপড় আরও চুপচুপে 
 
 

1 টি মন্তব্য: