মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৩

কবিতা – অনীক মাহমুদ

ব্রিজিতার প্রতি
অনীক মাহমুদ


বাড়িতে এসে শুনলাম তুমি এসেছিলে,
ইস! আফসোস হলো খুব..
সেই নীল পাখিটা
সেই নীল পাখিটা
ধরতে পারবো কখনো?
ঋজু ঋজু হাওয়ার সাথে দু'টি ঘন্টা,
তোমার সাথে দেখা হলোনা,
এই একরোখা ঘরে কোথায় রেখে গেছো
তোমার দু চারটে চুল,
আমি খুঁজতে থাকি,
খুঁজতে থাকি কোথায় সেই ভুল অরণ্য,
একদিন ডাল ভেঙ্গে রেখে গেছে নাবালিকা রক্তের ঘ্রাণ,
চোখের ধেনো মদ?
সমস্ত বরফে আর্য্য রক্তের রমণ চিহ্ন,
তুমি কি সমুদ্র পেরোচ্ছ?
ওখানে বুঝি খুব ঝড়?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন