শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৩

কবিতা - সূরজ দাশ

কামনা কাঠের ঘুণ
সূরজ দাশ


নদীতে গোসল সেরে
মেহগনি কাঠের পালঙ্ক বলেছিল
ছায়াব্রিজে এসো

হাওয়ার ওড়না মেলে
ঠোঁটে ঠোঁট কামরাঙা
জমানো শীতের ঝাঁপি খুলে
এসো বজ্রভর্তি কামনা অসুখ
সাঁকোর কিনারে মেলে ধরো ইন্দ্রজাল

এ যাবৎ যত স্বপ্ন ইশারায় ফুটেছিল
প্রেম এসেছিল ডুবোজাহাজের ঢেউ চেটে চেটে
সন্ন্যাসীর কমণ্ডলু নিংড়ানো ধুলো–ঝড়–মাটি
মস্তকে ধারণ করেছিল নিশা কতবার

আলুভাতে পোড়া-বেগুন
চোখের শিশিরে কে কার
বৈঠা হাতে পার হয় রাত্রি
পাঁজরে কার রশি বাঁধা
মেঘালয়ে নিশিযাপন
রাস্তা পেরিয়ে কেউ এলো না কেন
কি বিষণ্ণ, কি বিষাদ কামনা কাঠের ঘুণ
কূট কূট সারারাত্রি তলদেশে নাচায় আগুন


বেদনা রঙের মেয়েটি

গোপন ক্যামেরা থেকে একটার পর একটা ছবি বেরোচ্ছে
স্বল্পবাস অন্তরঙ্গ মুহূর্তের ছবি
যৌনবিছানার উচ্ছ্বাস আর
আন্তরিক আস্থার হাসি
ভিনরাজ্যের ছবি, ভালো থাকার মজবুতি বুনিয়াদ
আরও কত নাগরিক... ব্রতকথা...

আকাশের নিচে বেদনা রঙের মেয়েটি যার গত অঘ্রাণে বিয়ের কথা ছিল
সে এখন ঝাঁট দিচ্ছে তারাতলায়, সকাল-দুপুর

ধানকাটা ফাঁকা মাঠ আবার হাঁটছে
এগোচ্ছে জলঘর, মাঝিয়ান হাট
স্বপ্নদেখা গোল গোল চোখ
ভরপুর শ্বাসকষ্টে ডুবে যেতে যেতে
বিকেলের মনখারাপ আঁকছে খবরের পাতায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন