নৈসর্গিক আনন্দ
আব্দুল্লাহ্ জামিল
নির্জন রাস্তায় হেঁটে হেঁটে
অনেকটা ক্লান্তি পার করে
অনিন্দ সবুজ মাঠের ঘাসের কাছে পৌঁছে দেখি
সেখানে ঘাসফুল আর ঘাসফড়িঙের মিতালী।
মুখোমুখি জানালাদের যখন চলে ভাব বিনিময়
ছাদের সাথে ছাদের চলে খুনসুটি
এক পসলা বৃষ্টি ভিজিয়ে দিয়ে যায় বেলকনি
ভিজে যায় টবের ফুল,ভিজে হৃদয়।
যখন চিৎ হয়ে শুয়ে শুনি ঘাসফুলদের কথোপকথন
আকাশের দিকে চেয়ে চেয়ে
দেখি সাদা মেঘের বেয়াড়াপনা
আর ঠিক তখনই কী এক অনুভূতির দোলা লাগে প্রাণে।
আর যখন অরণ্যে পাহাড়ি ঝর্ণার টলটলে জলে দেখি
এক ঝাঁক মাছ খেলা করে
ইচ্ছে হয় মাছ হয়ে নেমে যাই জলে
মন ভরে নেই জলকেলির আনন্দে।
আব্দুল্লাহ্ জামিল
নির্জন রাস্তায় হেঁটে হেঁটে
অনেকটা ক্লান্তি পার করে
অনিন্দ সবুজ মাঠের ঘাসের কাছে পৌঁছে দেখি
সেখানে ঘাসফুল আর ঘাসফড়িঙের মিতালী।
মুখোমুখি জানালাদের যখন চলে ভাব বিনিময়
ছাদের সাথে ছাদের চলে খুনসুটি
এক পসলা বৃষ্টি ভিজিয়ে দিয়ে যায় বেলকনি
ভিজে যায় টবের ফুল,ভিজে হৃদয়।
যখন চিৎ হয়ে শুয়ে শুনি ঘাসফুলদের কথোপকথন
আকাশের দিকে চেয়ে চেয়ে
দেখি সাদা মেঘের বেয়াড়াপনা
আর ঠিক তখনই কী এক অনুভূতির দোলা লাগে প্রাণে।
আর যখন অরণ্যে পাহাড়ি ঝর্ণার টলটলে জলে দেখি
এক ঝাঁক মাছ খেলা করে
ইচ্ছে হয় মাছ হয়ে নেমে যাই জলে
মন ভরে নেই জলকেলির আনন্দে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন