এবার বৃক্ষ হব
মোহাম্মদ আন্ওয়ারুল কবীর
মশাল গোপন রাখে গুহার আঁধার
নিভে গেলে হয়ে যায় নিকষ কালো
কানামাছি মোহ ভালোবাসা।
ভুলে ছিলাম সবকিছু
প্রতারক প্রজাপতি দেখায় মুদ্রা
উল্টোপিঠে নকশাকাটা সিফিলিস।
বৃক্ষেরাই পারে কেবল-
অক্লেশে শুষে নিয়ে বিষবায়ু
সবুজপাতা করে যায় নির্মল হাওয়া।
এবার আমি বৃক্ষ হব
প্রেমবোধে শুষে নেব সবটুকু ঘৃণা
আমৃত্যু শুধুই যাব ভালবেসে।
পাখির শীষে ল্যান্ডস্কেপ
পাখির শীষে তবু ঝলকে উঠে জীবন ল্যান্ডস্কেপ।
মোহাম্মদ আন্ওয়ারুল কবীর
মশাল গোপন রাখে গুহার আঁধার
নিভে গেলে হয়ে যায় নিকষ কালো
কানামাছি মোহ ভালোবাসা।
ভুলে ছিলাম সবকিছু
প্রতারক প্রজাপতি দেখায় মুদ্রা
উল্টোপিঠে নকশাকাটা সিফিলিস।
বৃক্ষেরাই পারে কেবল-
অক্লেশে শুষে নিয়ে বিষবায়ু
সবুজপাতা করে যায় নির্মল হাওয়া।
এবার আমি বৃক্ষ হব
প্রেমবোধে শুষে নেব সবটুকু ঘৃণা
আমৃত্যু শুধুই যাব ভালবেসে।
পাখির শীষে ল্যান্ডস্কেপ
ক্ষয়িষ্ণু আয়ুরেখা সাক্ষী, বালখিল্যতা ভরা এ জীবন জন্মমৃত্যু মলাটেই হারিয়ে যায় একদিন। খসেপড়া উল্কাও চুপিচুপি কিরা কেটে বলে গেছে, 'দেখিস তুইও একদিন হয়ে যাবি মাটিচাপা অবোধ ফসিল'।
পাখির শীষে তবু ঝলকে উঠে জীবন ল্যান্ডস্কেপ।
যথারীতি ভাল লাগল। আপনার কবিতার চিত্রকল্প, শব্দচয়ন এবং বিষয়বস্তু আপনাকে করে তুলেছে অনন্য অননুকরণীয়। ভাল থাকবেন কবি।
উত্তরমুছুনলায়লা হাসান।
আপনার মন্তব্যে আমি আপ্লুত।
মুছুনঅনেক ভালোবাসা।