মায়া ফড়িং
হাসান মসফিক
আসলে আমার তেমন কিছুই নেই,
দু'চার আনি কিছু রোদ ছিল
শৈশবে জমানো
প্রতি ভাদ্রে শুকাতে শুকাতে
এখন তলানিতে গিয়ে ঠেকেছে।
আসলে আমার তেমন কিছুই নেই,
সেই কতকাল আগে; এক বন্ধু নির্জনে ডেকে নিয়ে
একটি মায়া ফড়িং দিয়েছিল
সে কেবল জ্যোৎস্না খেয়েই বাঁচে,
এখন বন্ধুটিও নেই!
আমি কতজনকে বলেছি,
তোমাদের পাড়ায় শুধু ঘুম কিনতে এসেছি
বিনিময়ে দিতে পারি, এক একটা নির্জন পথ ...
হাসান মসফিক
আসলে আমার তেমন কিছুই নেই,
দু'চার আনি কিছু রোদ ছিল
শৈশবে জমানো
প্রতি ভাদ্রে শুকাতে শুকাতে
এখন তলানিতে গিয়ে ঠেকেছে।
আসলে আমার তেমন কিছুই নেই,
সেই কতকাল আগে; এক বন্ধু নির্জনে ডেকে নিয়ে
একটি মায়া ফড়িং দিয়েছিল
সে কেবল জ্যোৎস্না খেয়েই বাঁচে,
এখন বন্ধুটিও নেই!
আমি কতজনকে বলেছি,
তোমাদের পাড়ায় শুধু ঘুম কিনতে এসেছি
বিনিময়ে দিতে পারি, এক একটা নির্জন পথ ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন