মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৩

কবিতা - পুণ্যশ্লোক দাশগুপ্ত

অলীক-মাধুরী - ১৪
পুণ্যশ্লোক দাশগুপ্ত



ভাসিয়ে দিলাম বিচ্ছুরণের রামধনু রঙ পরের অধীন
এত প্রেম কেন চুপিসাড়ে আসে পরের গোধুলি তওবা তওবা
প্রকল্পনার প্রয়াস থাকুক কীভাবে আপন করবো তাকে?
এত প্রেম কেন চুপিসাড়ে আসে পরের গোধুলি তওবা তওবা
ঝাঁকে ঝাঁকে পাকা ধানের উপর উড়ে যায় সাদা কলমি ফুল
ছবির মতন ফুটে আছে তার বেগুনি রঙের ঝুমকো দুল
স্বর্ণালী রূপ প্রকৃতি প্রেমিকা আরব-রজনী দিশেহারা
ঘোর কাটেনা তো ডাকছে স্নিগ্ধ কবির কাব্য অনর্গল

২টি মন্তব্য:

  1. মুগ্ধতা রাখলাম কবি...@পুণ্যশ্লোক দাশগুপ্ত

    উত্তরমুছুন
  2. পুণ্যশ্লোকদার কবিতা আমাদের একটা ঘোরে নিয়ে যায়। এটাও তাই, তবে বিশেষত্ব এর হ্রস্বতা। অল্পতেই ম্যাজিক টাচ!

    উত্তরমুছুন