ব্যক্তিগত মহাকাব্য
মধুরিমা দত্ত
প্রতিটা শূন্য পাতা
ইতস্তত হিংসে মেখে আছে.
কলমের ভেতর থেকে
জন্মাচ্ছে অজস্র অর্জুন।
আমি তাদের পায়ে
সুত বেঁধে ছেড়ে দিছি থ্যাতলানো সব মাঠে।
হাতের তালুতে দেখতে পাচ্ছি নিজস্ব বোধিবৃক্ষ,
শুনতে পাচ্ছি পাঁজর ছেঁড়ার গান ;
থেমে থেমে হাঁপিয়ে পড়ছে সবাই।
ভূত ও ভূতপর্ব থেকে
ঝরে পড়ছে অপচয়।
ক্লান্ত চপ্পল খুলে
মিশে যাচ্ছি শব্দহীনতার পরপারে।
প্রতিটা শূন্য পাতা
ইতস্তত হিংসে মেখে আছে.
কলমের ভেতর থেকে
জন্মাচ্ছে অজস্র অর্জুন।
আমি তাদের পায়ে
সুত বেঁধে ছেড়ে দিছি থ্যাতলানো সব মাঠে।
হাতের তালুতে দেখতে পাচ্ছি নিজস্ব বোধিবৃক্ষ,
শুনতে পাচ্ছি পাঁজর ছেঁড়ার গান ;
থেমে থেমে হাঁপিয়ে পড়ছে সবাই।
ভূত ও ভূতপর্ব থেকে
ঝরে পড়ছে অপচয়।
ক্লান্ত চপ্পল খুলে
মিশে যাচ্ছি শব্দহীনতার পরপারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন