শুধু আমি জানি
অমলেন্দু চন্দ
বদলে যায়
ঘুলঘুলির ফোকর দিয়ে ছাদছোঁয়া বিকেলের রং
প্রতিদিন সাঁঝবাতি জ্বালাবার আগে
জ্বলে ওঠা নিয়নের আলোয়
বদলে যেতে থাকে টুপটাপ
সময়ের জলপাই অবয়েব উড়ে যায়
রাত্রির ঘনত্বের ব্যাকুল কঞ্চুকীর ট্রান্সপারেন্ট মহিমায়
কাকেদের বাসায় ফেরার তাগিদ
তাদের ওড়ার শব্দ অদ্ভুত আয়তনবান
অশীতিপরের প্রায় অন্ধ হয়ে আসা চোখে
সন্ধ্যার মত এক সঙ্গোপন সস্ফুট মিনতি
হরদম ঝরে পড়ে দৃষ্টির কার্নিশে
হরি দিন তো গেল
চিরন্তন তুমি জানলে না
পৃথিবী এখনও চুপিসারে ভালো থাকে
দেওয়ালের ভ্রান্তিবিলাশ আর সবুজমাটিরমিথে
ভাঙ্গনের জনপদে
বদলে যায়
ঘুলঘুলির ফোকর দিয়ে ছাদছোঁয়া বিকেলের রং
প্রতিদিন সাঁঝবাতি জ্বালাবার আগে
জ্বলে ওঠা নিয়নের আলোয়
বদলে যেতে থাকে টুপটাপ
সময়ের জলপাই অবয়েব উড়ে যায়
রাত্রির ঘনত্বের ব্যাকুল কঞ্চুকীর ট্রান্সপারেন্ট মহিমায়
কাকেদের বাসায় ফেরার তাগিদ
তাদের ওড়ার শব্দ অদ্ভুত আয়তনবান
অশীতিপরের প্রায় অন্ধ হয়ে আসা চোখে
সন্ধ্যার মত এক সঙ্গোপন সস্ফুট মিনতি
হরদম ঝরে পড়ে দৃষ্টির কার্নিশে
হরি দিন তো গেল
চিরন্তন তুমি জানলে না
পৃথিবী এখনও চুপিসারে ভালো থাকে
দেওয়ালের ভ্রান্তিবিলাশ আর সবুজমাটিরমিথে
ভাঙ্গনের জনপদে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন