মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৩

কবিতা - প্রবাল মুখোপাধ্যায়

চির ইচ্ছের গান
প্রবাল মুখোপাধ্যায়


তোর সাথে আজ দেখা করব বলে
পায়ের নীচে তপ্ত বালিয়াড়ি
কথা দিলাম জল ছোঁব না আমি
দেব যখন তোর সাগরে পাড়ি
মাথার ওপর ঝাঁ ঝাঁ দুপুর রোদ
তোর চেতনা নারীর সাজ সাজে
ফ্রক পেরিয়ে শাড়ির দিকে যেতে
তখনই তোর শরীর গেল ভিজে
তোর সাথে আজ অপু দুর্গার মত
চালতেতলা, নদীর ধারে ছুট...
নিষিদ্ধ ফল যেই নিয়েছি হাতে
চতুর্দশী শরীর হরির লুট
দিন ফুরলো, সন্ধ্যে হলো,
আকাশে তোর মুখের মত চাঁদ...
আন্ধা ইশক মেরা ফাঁস যাতা হ্যায় আজও,
বাঁধলি যখন বিনোদ বেনীর ছাঁদ
"আর জনমে হয় যেন গো তোমায় কাছে পাওয়া "
বেজে যাচ্ছে চির ইচ্ছের গান.....
হঠাত শুনি রাতের কড়া নাড়া ,
বাতাসে আজ মৃত্যুর সুঘ্রাণ


1 টি মন্তব্য:

  1. সফল অন্ত্যমিল , সংযত গতি এবং বিরহের একটি অপূর্ব উপস্থপনা । আপাতলঘু বেদনার (serio-comic) সুর এক আবেশের সৃষ্টি করেছে ।

    উত্তরমুছুন