মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৩

কবিতা – পার্থসারথি

কাহারবা – ১২
পার্থসারথি


পাচকীয় উষ্ণতা ভেঙে রাস্তাজান হ’ল
রুমাল কী বলবে এবার
আর্দ্ধোন্মৃত শুরুর চারপাশে
                              “বাবা” গোছের একটা বাঁক
এই দেখে সিঁড়িও নহবত চড়ালো যেন পিঁপড়ে

কতটা আপেল আর আপেলে পাড়ান্তরী কচিকাচা
বাবার হাত ধ’রে আপেলমুখো বাজারে গেলে
আষ্টেপৃষ্টে জড়ানো রাস্তায়
                              আপেল তুরীয় জমে

পরসুনা সন্ধের আদর খসিয়ে
রাতের রঙ্গমার কুচকাওয়াজ
সবুজের পাশেও কালো বসেছে
এরা স্কুলমুখী হ’লে
সম্‌ আর সময়-এর সমাসে পর্যটক এঁরা
সাম্‌গান বাজাচ্ছে কাহারবা’র উতরানোয় 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন