মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৩

কবিতা - তন্ময় ভট্টাচার্য

আধিভৌতিক
তন্ময় ভট্টাচার্য



গত পরশু আমার এক বন্ধু আত্মহত্যা করেছে

শ্মশানে যাওয়ার সময় তাকে নিয়ে কিছু লিখতে বলায় আমি একফোঁটা ভালোবাসা ও অনেকটা রক্ত ঢেলে দিয়েছি মুখের ওপর

জোর করে ম্যাটাডোর থেকে নামিয়ে দিতে কয়েকটা খুচরো পয়সা কুড়িয়ে সামনের প্রণামী বাক্সে ফেললাম এবং বন্ধুর আত্মার শান্তি কামনা করলাম

রাতে বাড়ি ফিরে দেখি ডায়েরির পাতাগুলো কে বা কারা পুড়িয়ে রেখে গেছে

আমরা মিশে যাচ্ছি একই ফ্রেমে কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে

1 টি মন্তব্য: