মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৩

কবিতা - সরোজ দরবার

কীভাবে আছি
সরোজ দরবার



আসলে তো সেই মফস্বলের মাটি,
ভাঙিয়ে ভাঙিয়ে চলছে সংসার
নতুন বানান ছাড়া নতুন শেখা নেই,
সেও ভুল হয়, ভুল হতে থাকে...
ফেরার ট্রেনের নাম ভুলে গেলে
এখানে অপমান ধুয়ে যায় বিয়ারে;
অপমান, সে কী আত্মা সম্পর্কিত!
ভূমিক্ষয়ে যে দিন ভেসে গেছে
সে তো যেতই, সে তো যাবেই
মেনে নিলে সব আপেক্ষিক,সব ঠিক
তাই মানি, মানা প্র্যাকটিশ করি বলে
ক্রাইসিসও আর নাচে না মম চিত্তে;
পরিবর্তে শুধু ছন্দবিহীন শিল্প গড়া,
ভণিতা, নাকি কবিতা আমার
প্রতিদিন এই জন্ম নিচ্ছে শহরবৃত্তে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন