সোঁ সোঁ বিকেলের দিকে সূরজ দাশ
বসত গেড়েছি মোমগলা মাটির প্রদেশে
আমার পিতৃপুরুষ এ গাঁ সে গাঁ হয়ে ভিনরাজ্যে
পৃথিবী নাড়ায়
পাখির ডানা থেকে ছিটকে আসে রোদ
শিকড়ে আঁকে পিথাগোরাস
বুকের পাঁজরে ভাজ করা আকাঙ্ক্ষা
মাটিতে লতানো শৈশব
আর ঘরে ফেরার টান
সোঁ সোঁ বিকেলের দিকে
বিছানা পাতে খণ্ড খণ্ড চুলের গোরায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন