মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৩
কবিতা – মিলন চট্টোপাধ্যায়
ক্যামোফ্লাজ
মিলন চট্টোপাধ্যায়
চেনা খড়খড়ি
অচেনা হয়ে যাচ্ছে বৃষ্টিতে,
রাস্তায় ছড়িয়ে পড়ছে লাল রঙের আলো ।
সুবেশা তরুণীদের গায়ে
চকচক করছে যৌনতা !
এমন দিনে
কোলকাতার কিছু গৃহস্থ বাড়ি
নীলকমল হয়ে যায় !
1 টি মন্তব্য:
Animesh Singha
২ অক্টোবর, ২০১৩ এ ১২:১৫ AM
এমন দিনে
কোলকাতার কিছু গৃহস্থ বাড়ি
নীলকমল হয়ে যায় !
উত্তর
মুছুন
উত্তরগুলি
উত্তর
মন্তব্য যুক্ত করুন
আরও লোড করুন...
‹
›
হোম
ওয়েব সংস্করণ দেখুন
এমন দিনে
উত্তরমুছুনকোলকাতার কিছু গৃহস্থ বাড়ি
নীলকমল হয়ে যায় !