মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৩

কবিতা - অভিষেক রায়

এই বৈপীরত্য অভিষেক রায়


কাল রাতে গির্জায় হানার সময় মৃত্যু হয়েছিল তোমার
কুয়ো থেকে জল তুলতে অনেক কসরৎ করতে হত পাড়ার দিদিদের
মোরগের অবর্তমানে আমি-ই খড়ের গাদার মাথায় উঠে
ভোরের আগমন জানান দিয়েছি বহুদিন
কলকাতায় তখন বার্ড-ফ্লু'র প্রকোপ
ছাদে উঠে আকাশ খাওয়া হচ্ছে না বলে অনুযোগ করেছিলে
সেই বাড়িওয়ালা এসে এখনও অমায়িক তদারকি করে যায়
আমাদের পরিবারের

কাল রাতে জঙ্গি হানায় মৃত্যু হল তোমার
অথচ এখনও তোমার স্তন গরম
এই বৈপীরত্য ঠিক বুঝতে পারছি না

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন