মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৩

দুটি কবিতা – পিয়াস মজিদ

মর্মর
পিয়াস মজিদ


নরসিংহধামের কিনারে ইমনকল্যাণ
নেপথ্যে জীবনের যত জেতবন।
বোবা সাগরের ফেনিল কলরোল
ঐ নীলিমার মৃত্যুতে শোধিত।
সুর শেষ তবু ধ্বংসের অবিরত রাগে গায়িকা ফুটে
সিদ্ধার্থের তীর্থ হয় স্বর্ণমিথ্যার বন্দর।

এত কুসুম, রক্তগঠন আর চিতার ভজনায়
বিকশিত জন্ম আমার!



রাত্রিপ্রেক্ষিত



রাতের আড়মোড়া ভাঙে বিগত সব ফুলের ব্যথায়
চাঁদ নেভার শব্দে আমি বন্ধুর নিহত স্মৃতি
আর সে আছে নীলিমাভাসা নাচের মজলিশে
তোমার সাধুর খল নিঃশ্বাসে তারাপথ ডুবন্ত
মৃত্যুহারা সমুদ্রে সংক্রমিত টিলা
শুধু সেই পরি পায়নি সূযার্স্তসাম্পান
সন্ধ্যাতাড়িত বাত্যার পরিখায় শত অসুরের ঝোঁপ
বনমাঝে ছিটকে পড়ে ঘুমন্ত মালকোষ। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন