ঝুটমুট কবিতা পলাশ দে 
না , নাহ, অ্যাক্সিডেন্ট থেকে আদর পর্যন্ত 
লোকাল বাস থেকে হলিডে হোম অব্দি না কিছুতেই 
সমস্ত খোয়াব আর নেশা আর খিদে আর পরাগ 
চুমু থেকে নাভিকুন্ড এবং শ্বাস ও আলতামিরা 
গোঙানি আমাজের... একটু একটু রঙ হচ্ছে দুনিয়া 
নাহ, নাগো মিথ্যে এসব , ঝুই, বিশ্বাস করো না 
 
 
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন