মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৩

কবিতা - অনিমেষ সিংহ

দুটি কবিতা
অনিমেষ সিংহ



মরণরে

আজ যদি মৃত্যু আসে
পেঁচার ঠোঁটে,
রাতকমল,
প্রতিবাদ ফলাব না তত্ত্ব কথায় ।
সত্যি সত্যি সত্যি ।

তোমার এতো কাছে চলে এসেছিলাম...,
এতো টা কাছে...!
মৃত্যুকে মনে হয়েছে
নীলকণ্ঠ পাখি ।
তোমার চুলের মতো ঢেউ তার,
গহীন কালো রাত ।

আজ যদি বেঁচে নিতে বলে
মায়ের মতন কেউ !
মানবো না স্নেহ গুলো।

মাদকতা লেগে থাকবে চোখে ,
ভোরের শিশির ,
ঠোঁটে থাকবে তোমার নীল ঘাম,
আমার বাদামি চুল মালভূমি নদী-
এই চলে যাওয়াটা হবে
প্রেমিকের মতন গর্বের ।



আমার মাটি

কিভাবে পিশাচেরা ভর্তি হয়ে যায়
আমার বুকপকেটে...!
রেডডেনড্রন ফুটে আছে
ফিনকিতে
তাও লাল।
পরিখার অপারে লোহিত দানব এগিয়ে আসছে ক্রমশ
লালায় হরিৎ ধানের ক্ষেত
আর আমি পই পই করে
বারণ করেছিলাম
চোখে কাজল দিসনা!

এখন ঘেন্না হয়,
সারা মুখে তোর কাজল
স্তনে

চোখে ভরে যাচ্ছে
মহাকাব্যের পাতাগুলি

আগুনে ঝাঁপ দেওয়ার আগে
চল যন্ত্রগুলো সাফ করে ধান বুনি...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন