আমি জানি সেলিম মণ্ডল 
আগুনে হাত ধুয়ে এসেছি 
সব পাপ পুড়ে ছাই হয়ে গেছে 
এবার হাতটি ধরতেই পারো । 
কড়ি আঙুলের বিনোদনে 
আমার রাজত্বের যত ত্রাস 
তুমি গুগল সার্চেও আর পাবে না 
আমার নাড়ি-নক্ষত্র, ভূত-ভবিষ্যৎ 
তোমার শরীরেও যদি শিশিরের দাগ আঁকে 
তবে আমার ডানাভাঙা পথে 
কিছু তরতাজা ফুল ফুটবেই 
আমি জানি... 
 
 
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন