মরোরা মরিয়ালিশ
ঋষি সৌরক
মেলোমেলো শীতগুলো তাবু টপকে ছায়াসমতট
অন্ধকার মুখে গড়ন ভাঙ্গছে -
নীচ ডুবন্ত জল ফুলহীন সর্পি্ল
শুধু মাংসের মিষ্টতাময় আনাজ
অহমধাক্কাশীল গুপ্ত সংকে্তমাধো
শ্বাস-প্রশ্বাস মুঠো নাচিয়ের হাবালে
সুখী আয়নাতুর অসুখী মুখ সন্ধের
মত এসে পড়ে শিরদাঁড়ায় চারুকাজভাঙ্গা
গরম মাংসের গ্বালিচা পাতা আছে
দূরপাল্লা অনিচ্ছাসিম ইস্পাত ঢলে ঢলে
যন্ত্রনার চিঁহি ভেদ হয়ে আলোকবর্ষধাম
আপতন মন্ত্রপূতঃ মাথা মেরি গো বাঁই
আমি চিনে উঠতে পার্ছি না ঝাল
চিনে উঠতে পার্ছি না লাল
চিনে উঠতে পার্ছি না গোত্র গন্ধ কৌমার্য্য
ঘূর্ণির বিভঙ্গে দিক-বিদিক হয়ে
বেপাত্তা বসন্তবেণীওলাসংকেত
বিগত দুঃস্বপ্নের রেণু লেগে থাকে
আমি উঠতে পার্ছি না এই শোরীরের ওপোর
উঠতে পার্ছি না ফুলশয্যার ডায়াসে
অপূর্ব রজনীগন্ধায় ম ম চিতা
ঘি এবং লোকারণ্য আগুনে আলোকিতো মুখ
কেনো এতো তাড়াতাড়ি অচেনা হয়ে যাস
মেলোমেলো শীতগুলো তাবু টপকে ছায়াসমতট
অন্ধকার মুখে গড়ন ভাঙ্গছে -
নীচ ডুবন্ত জল ফুলহীন সর্পি্ল
শুধু মাংসের মিষ্টতাময় আনাজ
অহমধাক্কাশীল গুপ্ত সংকে্তমাধো
শ্বাস-প্রশ্বাস মুঠো নাচিয়ের হাবালে
সুখী আয়নাতুর অসুখী মুখ সন্ধের
মত এসে পড়ে শিরদাঁড়ায় চারুকাজভাঙ্গা
গরম মাংসের গ্বালিচা পাতা আছে
দূরপাল্লা অনিচ্ছাসিম ইস্পাত ঢলে ঢলে
যন্ত্রনার চিঁহি ভেদ হয়ে আলোকবর্ষধাম
আপতন মন্ত্রপূতঃ মাথা মেরি গো বাঁই
আমি চিনে উঠতে পার্ছি না ঝাল
চিনে উঠতে পার্ছি না লাল
চিনে উঠতে পার্ছি না গোত্র গন্ধ কৌমার্য্য
ঘূর্ণির বিভঙ্গে দিক-বিদিক হয়ে
বেপাত্তা বসন্তবেণীওলাসংকেত
বিগত দুঃস্বপ্নের রেণু লেগে থাকে
আমি উঠতে পার্ছি না এই শোরীরের ওপোর
উঠতে পার্ছি না ফুলশয্যার ডায়াসে
অপূর্ব রজনীগন্ধায় ম ম চিতা
ঘি এবং লোকারণ্য আগুনে আলোকিতো মুখ
কেনো এতো তাড়াতাড়ি অচেনা হয়ে যাস
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন