মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৩

কবিতা - সরোজ পাহান

লেন - দেন
সরোজ পাহান



মন নামের সাজি টাতে
অনেক ফুল,
কানায় ভর্তি ,উপচে পড়ার অবস্থা নয়।
সবে তো তেইশটা বসন্ত কুড়িয়েছি।

কয়েকটা গন্ধমাখা উজ্জ্বল ফুল আছে ...
পুঁচকি তোর জন্য।
ইস্কুল ব্যাগে রাখলে মধু মধু গন্ধ ছড়াবে।

আমার অনেক বন্ধু আছে , ছিলও সবদিন,
তাদের দায়িত্বে কয়েক টা কুঁড়ি,
ওগুলো তে রঙ ধরানোর কাজ , তোমাদেরই ।

বাকি রইলাম - মা, আমি , আর তুমিও।
সাজির তলায় দ্যাখো
শিশির ছোঁয়া কিছু পাপড়ি ,
ওতে , প্রায় সব ফুলের ই স্বাক্ষর।
হিম গলে জল হবার সময় ,
তুমি হাত বুলিয়ে দিও -- মুখে আর গালে ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন